Wednesday, August 14, 2013

উত্তররঙ্গ - আনন্দ বাজার পত্রিকায় যে লেখাটি বেরিয়েছিল


বাংলার লোকশিল্প প্রদর্শনের বিপুল আয়োজন এ বার গুরুসদয় সংগ্রহশালায়। ১০ মে বিকেলে গুরুসদয় দত্তের জন্মদিন উপলক্ষে ‘উত্তররঙ্গ’-এর উদ্বোধন করবেন মহাশ্বেতা দেবী ও খন লোকনাট্যের বিখ্যাত শিল্পী মাধাই মহান্ত। চলবে ২০ মে পর্যন্ত। মুখোশ, মেল্লি, টোপর, ও পিরের ঘোড়া নিয়ে হাজির থাকবেন দিনাজপুরের শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার। থাকবে ঘুঘুমারির শীতলপাটি, নকশালবাড়ির কাঠ ও চা গাছের শিল্প সহ পোড়ামাটি, বাঁশ, ধোকড়া বুনন, গয়না, রাভা বস্ত্র, সেরপাই, শিং-এর শিল্প, চদর বদর পুতুল এবং শবরদের শিল্পকলা। দেখা যাবে নানা লোক-অনুষ্ঠান, থাকছে আলোচনা। গুরুসদয় সংগ্রহশালার সঙ্গে আয়োজনে বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ, বাংলার ব্রতচারী সমিতি ও কলাবতী মুদ্রা।

No comments: