Thursday, June 7, 2018

বাংলার ব্যবসা তালিকা ও কর্পোরেট গোয়েন্দাগিরি

কর্পোরেটরা আজ অন্যান্যদের বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর গোয়েন্দাকর্ম চালায়। সেই প্রবণতার সূত্রপাত করে গিয়েছে ৪০০ বছর আগেইওরোপের কর্পোরেটরা।
ডাচ ভিওসি বাংলা থেকে তাদের প্রতিদ্বন্দ্বীরা হুগলি আর বালেশ্বরের বন্দর থেকে কি কি পণ্য, কত পরিমান, কটি জাহাজ যাচ্ছে, কোন বন্দরে যাচ্ছে, দালালের নাম ইত্যাদি লিখে রাখত। যদিও এই তথ্য সপ্তদশ শতকের শেষ ২৫ বছর থেকে পাওয়া গিয়েছে, কিন্তু সেটাও আবার খাপছাড়া ভাবে, প্রতিবছরের হিসাব নেই। তবুও সেই তালিকা থেকে একটা ধারণা তৈরি করেছেন ওম প্রকাশ, এক নজরে সেই সময়ে বাংলার ব্যবসা। এই তালিকায়।
A description of the barest essentials of the structure can, however, be based on the "shipping lists" for the ports of Hugli and Balasore available in the Dutch documents. The Company liked to keep an eye on the volume of indigenous trade handled at the Bengal ports, and compiled these lists from information obtained from the officials of the imperial customs house. The lists contain, for each ship, the name of the merchant who owned the ship, the port of destination/origin, the cargo carried, and occasionally, the place of domicile of the merchant, the name of the nakhuda (captain of the ship), the name of the agent, if any, who had organised the work of equipping the ship, and the name and type of the ship. Unfortunately, these lists are available only from the last quarter of the seventeenth century on, and even then are not available on a regular basis.

No comments: