Wednesday, June 6, 2018

বাংলার বিশিল্পায়ন আর বম্বের উল্কাবেগে অভ্যুত্থান

বাংলার বিশিল্পায়নের সঙ্গে বম্বের উল্কাবেগে অভ্যুত্থানের বিপুল যোগ রয়েছে। বিশিল্পায়িত বাংলায় গুণোত্তর প্রগতিতে তুলোর চাহিদা কমছে। সেই উদ্বৃত্ত গুজরাটি তুলো আর আফিম(রাজন্য শাসিত রাজ্য মালব অঞ্চল - যার নাম মালোয়া আফিম এবং বাংলারও) চিনে রপ্তানি করে চিনের চা, রেশম, তৈজস, ইত্যাদি লন্ডনে যাচ্ছে। এই কাজের প্রশাসনিক দায় মেটাচ্ছে বাংলা।কিন্তু লভ্যাংশ খাচ্ছে ইংলন্ড।
১৭৮৪ সালে পার্লামেন্টারি সাম্রাজ্য চায়ের আবগারি শুল্ক ১২৭ শতাংশ থেকে এক ধাক্কায় নামিয়ে আনবে ১২.৫তে।
গড়ে উঠবে নব্য বম্বে।
the Company's stake in western India had to be reorganised and put on a firmer footing after 1784 when the cotton (and later opium) trades to China from Gujarat through Bombay dramatically increased, bringing new profits to private British traders and welcome relief for the Company's own battered finances. This trade was made possible by an act of Parliament of 1784 which reduced the British excise tax on tea from 129 per cent to 12.5 per cent at a stroke. Since raw cotton was the only commodity which the Chinese would buy in large volumes in return for their teas, a secure and well-protected Bombay became an essential feature of imperial policy. The need to supply funds for Company armies, protect British private trade now burgeoning again on the west coast, and to provide funds for its continuing investment in Indian cotton manufactures increased the pressure on the Calcutta authorities to experiment with new systems of revenue management.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার থেকে

No comments: