Monday, June 4, 2018

ব্রিটিশদের উচ্চসামরিক ক্ষমতা তৈরি হয়েছিল বাংলার সম্পদ আর রাজস্ব দখলের জন্যে

যারা মনে করেন পলাশীতে ব্রিটিশ উচ্চসারামরিক প্রযুক্তির জন্যে জিতে ছিল তাদের জন্যে ক্রিস্টোফার বেইলি, নিউ কেম্ব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়ার, ভলিউম২ পার্ট১এ ইন্ডিয়ান সোসাইটি এন্ড মেকিং অব ব্রিটিশ এম্পায়ারের ভূমিকার লেখাংশটা দেওয়া গেল। তিনি স্পষ্ট বলছেন British land forces which were small and logistically backward except for a few years during the final struggle with Napoleon বড় এবং বিজেতা হয়েছিল বাংলার(যদিও তিনি বলছেন ভারত) সম্পদ আর ভূমিরাজস্বের দখলের জন্যে।
The importance of India for Britain's imperial system lay in both the military and economic fields. Seizure of the cash, land revenues of India between 1757 and 1818 made it possible for Britain to build up one of the largest European-style standing armies in the world, thus critically augmenting British land forces which were small and logistically backward except for a few years during the final struggle with Napoleon. This Indian army was used in large measure to hold down the subcontinent itself, but after 1790 it was increasingly employed to forward British interests in southern and eastern Asia and the Middle East.

No comments: