Wednesday, June 6, 2018

কলকাতায় অবাঙ্গালি

মুল কলকাতা প্রায় ২৫০ বছর ধরেই অবাঙ্গালি অধ্যুষিত। ১৮২০ সালে কলকাতার জনসংখ্যা ছিল ৩৫০০০০ তার প্রায় একের তিন অংশ অবাঙ্গালি - বিহারী, ওডিয়া, বানারসী, আফগান, তেলেঙ্গা অন্যান্য। সম্প্রতি কয়েক বছরে কলকাতায় অবাঙ্গালির সংখ্যা বেড়েছে এটা মনে হয় খুব ঐতিহাসিক তথ্য নয়। কলকাতা বিকাশে পুঁজি বিহীন শ্রম নির্ভর ভিনদেশি অবাঙ্গালিরও অবদান আছে এটা বাস্তব তথ্য।
Calcutta's total population appears to have advanced
from about 120,000 in 1750 to 200,000 in 1780 and 350,000 in 1820.
...While the cities' links to their immediate hinterlands were sometimes rather weak, people came from considerable distances to work there. In Calcutta were settled doormen and guards from Patna (four hundred miles away) and from Benares whence the Company recruited its soldiers. Palanquin bearers came from Orissa and many tradesmen came from the Afghan hills. The north Indian population of Calcutta was as high as 30 per cent in 1830
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ৭৫ পাতা থেকে

No comments: