Monday, June 25, 2018

বিড়লাদের হাতে বেচারা গান্ধীর দশা

ঔপনিবেশিক কিন্তু ঠোঁটকাটা বিদ্যাসাগরের ধারণা ছিল, তিনি দেবী সরস্বতীকে খোলা বাজারে বাঁদর নাচ নাচাচ্ছেন
---
পালিতপুত্রের উত্তরঔপনিবেশিক উত্তরপুরুষের ঠাকুদ্দার প্রতি ব্যবসায়িক শ্রদ্ধার্ঘর নমুনা
চরকা কাটনির নাম করে মিলের সুতোয় তৈরি জামা-কাপড় বেচতেও দাদুকে শিখণ্ডি খাড়া করেছে
মাথা নিচু করে বসে আছেন ন্যাংটা ফকির গায়ে মিলের খদ্দর জড়িয়ে
মুম্বই বিমানবন্দরের কোথাও একটা, জাতির প্রধান পুঁজিপতির ঠাকুদ্দার কর্পোরেটিয় শ্রাদ্ধানুষ্ঠানের বাইরে দাঁড়িয়ে কারিগরদের এক অধম অনুগামীর নথিকরণ

No comments: