Saturday, June 2, 2018




দেশের কৃষ্টি
দেশের নাচ - সত্রিয়া
ললিতা ঘোষ
সত্রীয়া, ওজাপালি আর দেওধনী নিয়ে গবেষণা করা ললিতা ঘোষ বাংলায় একমাত্র সত্রিয়া নৃত্যাঙ্গনা। 
ললিতা অসম দুহিতা - বাঙালি। পড়াশোনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে।ভারতনাট্যমে স্নাতকোত্তর। অসম গর্ব, রুক্মিনীদেবী অরুণ্ডেলের শিষ্য, গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে তাঁর ভরতনাট্যম শিক্ষা আজও চলছে।
এছাড়াও তিনি দেওধনী শিখেছেন সিপাঝারের গুরু ললিত চন্দ্র নাথ ওজার কাছে।
স্নাতকোত্তরের পর তিনি কেন্দ্রিয় সরকারের বৃত্তি পান সত্রীয়া নিয়ে গবেষণার। তখন থেকেই তিনি অসমের সত্রিয়া গুরু গুরু রামকৃষ্ণ তালুকদারের অধীনে নাচ শিখছেন।
আজও তিনি তাঁর শিষ্যা।
---
গঙ্গা ভয়েজার ক্রুজে কলাবতী মুদ্রার এই অনুষ্ঠানটি দশাবতার নৃত্য। নৃত্য রচনা গুরু রামকৃষ্ণ তালুকদার। গেয়েছেন ভাষ্করজ্যোতি ওজা।

No comments: