Wednesday, June 6, 2018

লুঠের রাজত্ব

মুক্ত বাণিজ্যের, খোলা বাজার অর্থনীতির সব চেয়ে বড় প্রবক্তা আদম স্মিথও তাত্ত্বিকভাবে নিদান দিলেন যুদ্ধের সময় রাষ্ট্র নিয়ন্ত্রণ জরুরি। না হলে লন্ডনে শিল্পায়নের রথের চাকা থমকে যায় - আদমদের আবার ফিরে যেতে হয় আপেল খাওয়ার জগতে।
গভর্নর জেনারেল ওয়েলেসলির ভাই হেনরি, প্রশাসনের সঙ্গেও যাতে কোম্পানির লুঠেরা বাণিজ্য চাকাটি যাতে তৈলমসৃণ থাকে তার ব্যবস্থা করেছেন প্রশাসনিক স্তরে প্রান্তেরে প্রান্তরে গিয়ে গিয়ে। নুন আর সোরার একচেটিয়া তখনও কোম্পানির বড় আয়।
If government intervention was required this was perfectly appropriate according to free-traders, including Adam Smith himself, who saw state control to be essential in times of war. So in internal policy Wellesley continued Cornwallis's policy of reducing multiple duties on trade and rationalising bazaar taxes. Yet his government also continued monopolies in salt and saltpetre and forced Indian merchants into the service of British armies. In the interior Henry Wellesley and his contemporaries founded markets through state power, making vigorous efforts to facilitate the transport of raw cotton to the seaports and to sell British goods at fairs and markets in north India.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, থেকে

No comments: