Thursday, October 5, 2017

দেশজ অর্থনীতি চর্চা পরম্পরার - গ্রামীন পরম্পরার বাজারের পরিমান ৬০ হাজার কোটি!!!

ভদ্রসন্তানদের পতন ও মূর্চ্ছা
১। গত বছর পাঁচেক ধরে আমরা সাংগঠনিকভাবে বলে আসছি 
বছর সাতেক আগে ভারত ইওরোপিয় আমেরিকিয় বিষ সম্পদগুলির বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়াতে পারল গাঁইয়াদের জন্য। শহুরে কর্পোরেট অর্থনীতির জোরে নয়। তাঁরা মনে করেন গাঁইয়াদের জন্যই সরকারি ভর্তুকির, জনহিতকর প্রকল্প। ভদ্রলোকেদের দেওয়া ট্যাক্সোর জোরে ছোটলোকেরা বেঁচে রয়েছে - না হলে বিইয়ে রোগে ভোগে কবে মরে যেত।
২। তো এবারে কিছুটা বোধহয় আঁক কষা দরকার গ্রামের পরম্পরার বাজারের কোমরের জোরের জায়গাটুকু বুঝতে।
৩। এতদিন সংগঠন করতে গিয়ে কানাঘুষোয় শুনেছি - গ্রামের পরম্পরার উতপাদকেদের সংখ্যা ৫০ লাখের বেশি। তারা বছরে ১ লক্ষ টাকা ব্যবসা করলে মোট উতপাদন হয় ৫০ হাজার কোটি টাকা।
৪। এর পর রয়েছেন ৭লক্ষেরও বেশি তাঁতি - তারাও যদি বছরে ১ লক্ষ টাকার কাজ করেন সেখানে ৭০০০ কোটি টাকা
৫। শেষে আমাদের অভিকর শিলী - মোটামুটি ৩ লক্ষের কাছাকাছি (ভাতাই পাচ্ছেন ৭০০০০+) তাদের বাজার ৩০০০ কোটি টাকা
৬। তাহলে মোট বাজার খুব কম কম করে ধরে দাঁড়াল ৬০ হাজার কোটি টাকা। আমাদের সংগঠনের ধারণা ঠিকঠাক হিসেব করলে দাঁড়াবে ১ লক্ষ কোটি টাকার কাছাকাছি!
কেমন মনে হচ্ছে! এর পর চাষ! এর পর আরও অন্যান্য উদ্যোগ!
হায় এ জীবন লইয়া কি করিব!
পতন ও মূর্ছা!

No comments: