Saturday, October 14, 2017

মুষ্কিপুরের মালাকার পরিবারের শোলার ঘোড়া
মধুমঙ্গল মালাকারের ভাই গুরু কিঙ্করএর পরিবার
পরম্পরার প্রবাহ
এই ছবিগুলি পরপর দেখুন, কিভাবে এক কারিগর পরিবার তাদের হৃদয় ছেনে দুলদুল তৈরি করছেন। ইনি মালাকার পরিবারের সুসন্তান গুরু কিঙ্কর এবং তার পরিবার(যে মেয়েটি গত মাসে মারা গেছে সেও আছে) কিভাবে বাঁশ কাটা থেকে শুরু করে একটা গ্রামীন পণ্য তৈরি করতে কাজ করেন এই গল্প এই ছবিগুলিতে সে বর্ণনা ধারাবাহিকভাবে ধরা আছে।
এটা পারিবারিক উৎপাদন। তাই পরম্পরার সমাজ শুধু পুরুষ কারিগর নির্ভর নয়, তার আশেপাশের মানুষদের কৃতি নিয়ে গড়ে ওঠে।
(ছবিগুলো একটু উল্টেপাল্টে গেল)











No comments: