Saturday, October 14, 2017

কি ভাবে তৈরি হয় কারিগরদের নতুন প্রজন্ম - মধুমঙ্গল মালাকারের ভাই গুরু কিঙ্করএর পরিবার

অথচ শহুরে বুদ্ধিজীবিদের নিরাশ করে শয়ে শয়ে বছর, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হয় নিত্য নতুন কারিগর। 'মৃতপ্রায় লোক শিল্প' শব্দবন্ধের মুখে ছাই দিয়ে শুধু করাত, ছুরি বা বাটালি বা বাঁশের চাঁচা সম্বল করে কারিগরেরা বানিয়ে চলেন উত্তরপ্রজন্ম। আজ তাই পশ্চিমি প্রযুক্তির বাড়া ভাতে ছাই দিয়ে, নতুন কারিগরদের দিকে বাড়িয়ে দেওয়া পূর্ব প্রজন্মের দক্ষতা আর জ্ঞান সম্বল করে বেঁচে থাকে বাংলার গ্রাম, তার ঐতিহ্য, তার প্রযুক্তি, তার উতসব, তার বাজার।
অথচ কারিগর তৈরির জন্য-
বিপুলায়তন বিদ্যালয়ে শিক্ষা নেই,
বিপুল খরুচে কারিগরশালাও নেই,
লাখটাকা মাইনে পাওয়া প্রযুক্তি আর ব্যবস্থাপনা পড়ানোর অধ্যাপক নেই,
কোটি কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রও নেই,
দামি দামি বই নোট বইও নেই-
আছে শুধু ঐতিহ্য অনুসরণ করে পরিবারের সামাজিক প্রথা মেনে প্রতিপল, প্রতি ঘণ্টার হাতে যন্ত্রে দৈনন্দিন শিক্ষার প্রবাহ। আছে গ্রামীন বাজার আর নষ্ট না হয়ে যাওয়া গাঁইয়ারা।
জয় বাংলা!
জয় বাংলার কারিগর!

কোনো স্বয়ংক্রিয় বিকল্প পাঠ্য উপলব্ধ নেই৷

চিত্রে থাকতে পারে: ১ জন, বসা

চিত্রে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি, ব্যক্তিগণ বসে রয়েছেন এবং জুতো

No comments: