Saturday, October 14, 2017

দিনাজপুরের ঢোকড়া

কেন যে কারুউদ্যম বিষয়ে কাজ করা মানুষেরা এই তাঁতগুলিকে মণিপুরী তাঁত বলেন জানি না। পূর্ব ভারতে, বিশেষ করে বাংলাদেশ সহ উত্তরপূর্ব ভারতে মেয়েদের চালানো এই তাঁত অসাধারণ। অন্তত দিনাজপুরে খুব কম করে ৩০০০০ মহিলা এই তাঁত চালিয়ে সংসার চালান।
এই বিষয়ে আরও জানতে আপনারা http://lokfolk.blogspot.in/2012/08/blog-post_14.html ব্লগটা দেখতে পারেন।
ছবিগুলো তুলেছেন ওয়াপাগের যুবা কারিগর Gourav Malakar

No comments: