কেন যে কারুউদ্যম বিষয়ে কাজ করা মানুষেরা এই তাঁতগুলিকে মণিপুরী তাঁত বলেন জানি না। পূর্ব ভারতে, বিশেষ করে বাংলাদেশ সহ উত্তরপূর্ব ভারতে মেয়েদের চালানো এই তাঁত অসাধারণ। অন্তত দিনাজপুরে খুব কম করে ৩০০০০ মহিলা এই তাঁত চালিয়ে সংসার চালান।
এই বিষয়ে আরও জানতে আপনারা http://lokfolk.blogspot.in/2012/08/blog-post_14.html ব্লগটা দেখতে পারেন।
ছবিগুলো তুলেছেন ওয়াপাগের যুবা কারিগর Gourav Malakar



No comments:
Post a Comment