Sunday, August 6, 2017

উপনিবেশ বিরোধী সমীকরণ - বাংলায় কেন এত ভূমিহীন কৃষক

একটা উন্নয়নশীল ভদ্রমুখাপেক্ষী সমীকরণের ছক তৈরি করা যাক - 
----
পলাশীর পরের বাংলার সম্পদ, জ্ঞান লুঠ ধ্বংস
+
ছোট ছোট ব্যবসা দখল
+
নুনের ওপর বিপুল কর
+
ছিয়াত্তরের গণহত্যার বিপুল উদ্বাস্তু
+
পলাশীর পরে চলতে থাকা বাংলায় লুঠ খুন অত্যাচারের রক্তে রাঙানো বিশিল্পায়ন
+
চিরস্থায়ি বন্দোবস্তে ঐতিহাসিকভাবে ছোটলোকেদের তাঁবে থাকা জমি কায়দা করে কেড়ে নিয়ে ভদ্রদের দেওয়ার পর্ব শুরু
+
বিশিল্পায়িত বাংলা থেকে মেট্রোপলিটনে বিপুল কাঁচামাল বয়ে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার বছরের বিকশিত সেচ ধারা আটকে সড়ক; জমির বন্ধ্যা হওয়ার যুগের শুরু
+
রেলরাস্তা তৈরির জন্য জমি, বাঁধ, সেতু, গণহত্যা আর জঙ্গল উজাড়
+
পরিকল্পিত হাজারো ধারাবাহিক গণহত্যা, যাকে আমরা আজ মম্বন্তর বলি
+
ফকির সন্ন্যাসী স্বাধীনতা সংগ্রাম থেকে ভদ্রদের সমস্ত গ্রামীন আন্দোলনে বিশ্বাসঘাতকতা
+
নেহেরু থেকে মোদির সময় পর্যন্ত ভদ্রদের চাকরি, দালালি আর পশ্চিমী জীবনযাত্রা অর্জনের পথ সুগম করতে উন্নয়নের পক্ষে যতরকম পরোক্ষ + প্রত্যক্ষ উচ্ছেদ হয়েছে
=
উপনিবেশ আর তার পরের ভারতজোড়া ভূমিহীন কৃষক।
---
চোখ বন্ধ করে এই চলকগুলো সব একসঙ্গে জুড়ে দিন তাহলেই মিলবে প্রশ্নের উত্তর।

No comments: