Monday, September 2, 2013

Rivers described by Mukundaram Kabikankan Chandi, কবিকঙ্কন চণ্ডী থেকে বাংলার কয়েকটি নদী

নদনদীগণের কলিঙ্গ গমন

আজ্ঞা দিল ভবানী,             চলিল মন্দাকিনী
          ছাড়িয়া গগনে স্থিতি।
সঙ্গে মকর-জাল,               ছাড়িয়া পাতাল
          বেগে ধায় ভোগবতী।
প্রলিয় তরঙ্গা,                   ধাইলেন গঙ্গা,
          ভৈরবী করম্মনাশা।
ধাইল দ্রুপদ,                   শোণ মহানদ,
          ধাইল বাহুদা বিপাশা।।
আমোদর দামোদর,            ধাইলা দারুকেশ্বর,
          শিলাই চন্দ্রভাগা।
দেবাই দনাই,                  ধাইল দুই ভাই
          বগড়ির খানা ধায় বাগা।
ধাইল ঝুমঝুমি,                 করিয়া দামাদামি
          বিষাই মুষাই সঙ্গে।
ধাইল তারাজুলি                গুস্কারা কুতুহলী,
          রটনা চলিল বঙ্গে।।
খরতর লহরী                   শাইল গোদাবরী
          কাণা ধাই দামোদর।
খালি জুলি সঙ্গে,                চলিলা বঙ্গে,
          বুড় মন্ত্রেশ্বের।।
গঙ্গা যমুনা,                     ধাইলা বরুণা,
          অজয়া সরাস্বতী।।
ধাইল কুন্তী,                    বাঁকা ধায় গোমতী,
          সরযূ সুধাবতী।।
ধাইল কাঁসাই                  মহানদী বিড়াই,
          খর ধায় বামনখানা।
চারিদিগের জল,                হইয়া ধবল
          কলিঙ্গ জুড়িয়া বহে ফেনা।।
বাজায়ে দণ্ডী,                   আপনি চণ্ডী
          চলিলা স্ত্বরা হয়ে।
সঙ্গে কোলাঘাই,                চলিল মহানই
          সুবর্ণরেখা লয়ে।।

No comments: