দুবছর আগে অড্রে ট্রুস্কের টুইটারে লাহোরে নূর জাহানের সমাধি সংস্কারের ছবি।। দূরে দুটো সুপুরি গাছের বর্ণনা তাঁর সমাধি দেওয়ার সময়ের।
জাহাঙ্গিরের মৃত্যুর পর লাডলি ওরফে মেহেরুন্নিসার(মায়ের রাজ্ঞী হওয়ার পূর্বের নাম) স্বামী, জাহাঙ্গির পুত্র শহরিয়ার, ড্যানিয়েল এবং অন্যান্যদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরে দুই বিধবা মা এবং মেয়ে, লাহোরে থাকতে শুরু করেন। মায়ের মৃতুর পর জাহাঙ্গিরের সমাধির পাশে নুরজাহান শায়িত হন। লাডলি বা মেহেরুন্নিসারও সমাধি এখানেই হয়। এলিসন ফিণ্ডলি নুরজাহানের জীবনীতে লিখেছেন With Shahryar and Jahangir passing on at the same time, mother and daughter were, ironically, to live out their long years of widowhood together in Lahore. They were buried side by side in a tomb of Nur Jahan's own design in a garden across the river from the main city.
No comments:
Post a Comment