ইওরোপিয় বাগান স্থাপত্যে মুঘল প্রভাব
‘আ কমপ্লিট তাজমহল’ বিষয়ে নারায়ণী গুপ্ত আর ইরা পাণ্ডেকে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের মুঘল শিল্পকলা বিষয়ে অসামান্য কাজ করা এব্বা কখকে নারায়ণী গুপ্ত প্রশ্ন করলেন ফ্রান্সের বিশেষ করে ভার্সাইয়ের বাগানে কী মুঘল বাগান চিন্তার প্রভাব আছে?
এব্বা কখ জানালেন ইওরোপিয় বাগান ভাবনায় মুঘল বাগানের প্রভাব সর্বাধিক। তিনি বলেছেন জ্যামিতিক আকারে তৈরি ইওরোপিয় বাগানের ভাবনা চিন্তা কিন্তু ইসলামি, বিশেষ করে মুঘল বাগান আঙ্গিকের প্রভাবে অনেকটা প্রভাবিত। কিন্তু এটা ইওরোপিয় বাগান বিদদের বলতে যাবেন না, কেননা সারা পৃথিবী জানে প্রভাব কখনো পূর্ব থেকে পশ্চিমে যায় না, বরং উল্টোটাই হয়।
[NG[নারায়ণী গুপ্ত]: Is it possible to see the influ ence of Mughal gardens in France, particularly in Versailles...?
EK[এবা কখ]: I think that much of this geometric planning in European gardens has been influenced by Islamic and perhaps even Mughal designs, but don’t tell this to European garden stylers, because, as we all know, influences can only travel from West to East, and hardly ever from East to West! (সুত্র - https://www.jstor.org/stable/23006313)।
No comments:
Post a Comment