Sunday, December 2, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী৯৬

important economies of concentrationএর তাত্ত্বিক ধারনা বাংলার বস্ত্র শিল্পের এই বিশেষত্বমূলক চরিত্রের জন্য এই প্রদেশে প্রযোজ্য হয় না(Ibid)। The assumption that production for local consumption and local market should,be distinguished from production for export and inter-regional trade can hardly be applied to the Bengal situationThere is little doubt that the main consideration for manufacturing cloth for local consumption was the -availability of cotton or ,yarn whilt: the consideration of distance, both between manufacturing and consuming areas, and between production centres and the point of final shipment, naturally comes in as the cost of transport is vital for the profitability of the enterprise। এছাড়াও ব্যবসায়ী এবং মধ্যস্থরাও তাদের প্রতিনিধিদের দিয়ে চুক্তিতে যে ধরণের পণ্যের কথা বলা হয়েছে উতপাদিত পণ্যের গুণমান সে রকম থাকছে কিনা সে বিষয়ে কড়া নজরদারি চালাতেন। যদি এই সব শর্তগুলি বাংলার বস্ত্র উতপাদনের সঙ্গে জুড়ে থাকে, তাহলে এটা বর্ণনা করা কঠিন হয়ে যায়, কি করে ইওরোপিয় কোম্পানিগুলির জন্যে লাভের অন্যতম বাজি শস্তার গুরার মত ক্যালিকো বর্ধমান আর বীরভূমে উতপাদিত হত এবং মালদায় সূক্ষ্ম আর মোটা উভয় কাপড় উতপাদত হত যদিও সেই এলাকাটা বন্দর থেকে বেশ দূরে অবস্থিত। একইভাবে যদি ধরেই নিই ঢাকায় বিশেষ ধরণের মসলিন আর কাশিমবাজারে তাফেতা উৎপাদনের যুক্তি হয় special geographical factors এবং বংশ পরম্পরার দক্ষতার দাদ হিসেবে, তাহলে কিভাবে ঢাকা আর কাশিমবাজার বাফতা, সামাপুরি, গুরা বা গানির মত মোটা ক্যালিকো রপ্তানির জন্যে তৈরি করত(১৭৫২/৫৩ থেকে ১৭৫৪/৫৫ পর্যন্ত ডাচেদের জন্যে ঢাকার বাফতা এবং কাশিমবাজারের গুরা, সামাপুরি, গানির এলাকা ধরে ধরে রপ্তানির জন্যে বিভাগ করা যায়) সেই যুক্তি বোঝা ভার।
মসলিন এবং সিল্ক-পিস পণ্যগুলি তৈরি হত high-cost luxury products {oqsumed in the richer households এবং ফলে এই বস্ত্রের উৎপাদন কেন্দ্রগুলি neutral with respect to transport costs হিসেবে, এই তত্ত্ব তথ্যের সঙ্গে বিন্দুমাত্র খাপ খায় না(K.N. Ch~udhuri, Trading World, p. 241)। অবশ্যই সাধারণ কাপড় গুরা আর বাফতার তুলনায় মসলিন আর সিল্ক-পিস পণ্যগুলি তুলনায় অনেক দামি। কিন্তু এটাও মনে রাখা দরকার মসলিন আর রেশমের নানান ধরণের বৈচিত্রের কাপড় তৈরি হত আড়ংএ তাঁতির বুননের বৈচিত্র আর অন্যান্য কারিগরের কাপড়ের ওপর কাজের দক্ষতার ওপর নির্ভর করে। তবে বহু সময় দ্যাখা গিয়েছে বিভিন্ন ধরণের মসলিন, সিল্ক-পিস পণ্য, সূক্ষ্ম ক্যালিকো এবং সাধারণ কাপড়ের মধ্যে খুব বেশি পার্থক্য থাকত না। আবার একই প্রকার কাপড়ের মধ্যে কারিগরি দক্ষতা, সূক্ষ্মতার তারতম্য এবং উৎপাদনের এলাকা ধরে পার্থক্য তৈরি হত। বাংলার বিভিন্ন আড়ংএ ১৭৫২/৫৩ থেকে ১৭৫৪/৫৫ সালের রপ্তানি করা তথ্য থেকে এই কাপড়গুলির উৎপাদনের খরচ আমরা জানতে পারি(তালিকা ৬.১ এবং ৬.২)। 

No comments: