Monday, December 3, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০২

যতদূর সম্ভব মাঝারি এবং দূর এলাকার বাণিজ্যের জন্যে উতপাদিত বস্ত্র পণ্যের সমগ্র উতপাদনকর্মটাই হত দাদনি ব্যবস্থা মার্ফত, যদিও এশিয় বণিকেরা বিপুল সংখ্যায় বস্ত্র নির্দিষ্ট বাজারে(spot markets) নিয়ে যেত। কিন্তু এ তথ্য পরিষ্কার নয়, দুই ধরণের উৎপাদন ক্ষেত্র – ব্যক্তিগত তাঁতির পরিবার নির্ভর উৎপাদন এবং স্বচ্ছল হাতেগোনা তাঁতির নিজেদের বিনিয়োগে কারখানা তৈরি করে উৎপাদন এবং দাদনি অগ্রিম নির্ভর চুক্তির মধ্যে কি কোন কাজকর্মের দেওয়ানেওয়া ছিল না কি দুটো আলাদা আলাদা বাজারের চাহিদা অনুযায়ী আলাদা আলাদাভাবে উৎপাদন করত। নানান সূত্র থেকে এই তথ্যটা পরিষ্কার, সপ্তদশ এবং অষ্টাদশ শতকে বাংলার বস্ত্র উৎপাদন ব্যবস্থার শ্রম বিভাজনে জাত এবং পেশার বিভিন্নতা দেখা দ্যায়। তুলো পরিষ্কার করা থেকে সুতোকাটা, সুতোপাকানো, তাঁতে কাপড় বোনা, কাপড় ধোয়া, ব্লিচ করা রং করা ইত্যাদি স্তরগুলি মোটামুটি স্বাধীন কারিগরিকর্ম হিসেবে বিবেচিত হত। এ বিষয়ে রবার্ট ওর্মের দৃষ্টিভঙ্গী বেশ উল্লেখযোগ্য। তিনি বলছেন, অন্যান্য কারিগরি শিল্পে যেখানে প্রতিটি স্তরে কারিগর নিজে প্রায় সব কাজই সম্পাদন করে থাকে, সেখানে বস্ত্র উৎপাদন ব্যবস্থায় কাপড় তৈরি করে গ্রাহকের কাছে পৌঁছতে গেলে নানান ধরণের বিশেষ দক্ষতার কারিগরের দক্ষতাকে মিলিয়ে মিশিয়ে একজোট করার প্রয়োজন হয়( Orme, Historical Fragments, p. 411)।

বস্ত্র বোনা একটি জটিলতম প্রক্রিয়া এবং প্রযুক্তি, এবং প্রাকৃতিকভাবে যে সুতো হয় তাকে তাঁতে তুলে কাপড় তৈরির আগে তার প্রত্যেক স্তরের কারিগরি এবং প্রক্রিয়াকরণের বিশদ জ্ঞান অর্জন প্রয়োজন হয়। জন টেলারের বর্ণনা সূত্রে আমরা বুঝতে পারি ঢাকাই মলমল তৈরির জটিলতম পদ্ধতি এবং কাজের সুনির্দিষ্টতম পরিকল্পনা Preparation of warp yarn consisted of sorting the thread from different parts of the warp. Approximately eighteen days were taken to soak, rinse and d'ry the yarn several times before it was sized in rice starch and wound on reels. The warp was next laid by two men over bamboo sticks which had been fixed at regular intervals in the open ground. The warp was fixed to the loom by two men while the reel was attached to the warp by two. It took two men ten to thirty days to fix the warp. Weaving required one or two persons, though /or the jamdani variety of mulmul, which was embroidered in the loom, a third weaver worked on the flowering. Ordinary assortments .were made in 10-15 days, the fine variety required twenty days and the superfine thirty days (Home Misc., vol. 456F, ff. 223-25)।

No comments: