Saturday, December 23, 2017

বাংলার অনুন্নতি বিষয়ে যা পড়েছি, জেনেছি সব মিথ্য

আবার কেঁচেগণ্ডুষ করি

যারা বলেন ইওরোপিয় কারখানাগুলির অতিউতপাদন আর নব্য বৈদ্যুতিক প্রযুক্তির চাপে দেশিয় উৎপাদকেরা হালে পানি না পেয়ে বাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছিল, তাদের জন্য সুশীল চৌধুরীর এই বক্তব্যটা তুলে দেওয়া গেল। বলা দরকার পলাশীর পর দ্বৈত শাসন ব্যবস্থাতেই আফিমের মত নগণ্য পণ্যেই যদি এই ব্রিটিশ রূপ হয়, ১৭৬৫র পরে ক্ষমতা হাতে পেয়ে অন্যান্য ক্ষেত্রতে তাদের কি রূপ ছিল তা অনুমান করতে প্রাজ্ঞ ঐতিহাসিক সুশীল চৌধুরী হতে হয় না।
---
"১৭৬৩ সালে ডাচ ডায়রেক্টর Taillefert লিখছেন কিভাবে ব্রিটিশেরা আফিম ব্যবসায় ভারতীয় এবং অন্যান্য ইওরোপিয় বণিকদের বাজার থেকে গায়ের জোরে বের করে দিয়েছিল এবং উৎপাদক আর পাইকারদের শস্তা দরে আফিম বিক্রি করতে বাধ্য করেছিল।"

মূল ইংরেজিটা হল...
"The Dutch Director Taillefert described in 1763 how the British were eliminating the Indian and other European merchants from the opium trade and the manner in which they were forcing the producers and dealers to sell opium to them at a very low price."

No comments: