Sunday, December 24, 2017

গ্রাম উতপাদন ধ্বংস - আপনাদের ২৫০ বছরের অর্জিত দক্ষতা আপনার দক্ষতাটা আর কর্পোরেটদের প্রয়োজন নেই - আপনারা আজ স্রেফ উদ্বৃত্ত

পলাশীর পর ২৫০ বছর ধরে কর্পোরেটদের হেগো পোঁদ চেঁটে গ্রাম উৎপাদন ধ্বংস করার চেষ্টা করলেন। অবশ্যই কর্পোরেট আপনাদের এই কাজের যথেষ্ট প্রতিদান দিয়েছে - আপনি মাপের থেকে অনেক বেশি উপঢৌকন পেয়েছেন। ঝোলা, কপাল আর হাত ভরে অক্লেশে গ্রাম-লুঠের সম্পদ নিয়ে সমাজে কেউকেটা হয়েছেন। আপনাদের প্রখ্যাতদের নামে আনসান বকলে আজও পুলিশের থার্ড ডিগ্রি বরাদ্দ।
দুঃখ হল কর্পোরেটরা আপনাদের ২৫০ বছরের গ্রাম উৎপাদন ধ্বংসকর্মের সেবা আর মনে রাখছে না। একে একে চাকরি দালালি করার সুযোগ খেয়ে নিচ্ছে। আপনারা এখন তাদের কাছে উদ্বৃত্ত।
কম্পিউটারে রোবট ভদ্রদের চাকরি খাচ্ছে, ব্যঙ্ক এক সময় রাষ্ট্রীয়করণ করে মধ্যবিত্তকে চাকরি দালালি করতে দিয়ে প্রচুর তোষণ করে বড় পুঁজিকে গ্রাম লুঠতে সাহায্য করেছিল - যেটা আদতে আপনাদের কোর কম্পিটেন্স। আজ সেই ব্যাঙ্কের সংযুক্তি করণ হয়ে মধ্যবিত্তের চাকরি ডুম।
চোখ ফেড়ে ফেড়ে দেখবেন, যাকে একসময় ধ্বংস করতে গিয়েছিলেন, সেই দেশিয় উৎপাদন ব্যবস্থা এখন একমাত্র রোজগারের ঘাঁটি।
দেখুন আর আপনাদের ঔপনিবেশিক প্রভুদের পোঁদ চাঁটা গন্ধের কথা মনে করুণ - আহা কি সুন্দর দিন কাটাইতাম।
ভাবুন শিবির বদলাবেন কি না।

No comments: