Wednesday, February 22, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - বাংলা বানান সংস্কার


Dipankarদা বাংলা বানান সংস্কারের দাবি জানিয়েছেন। জরুরি প্রস্তাব।

এ প্রসঙ্গে আমাদের কথা...
বানানের শুদ্ধতার দাবি ঔপনিবেশিক ভদ্রলোকামি-অভিজাতমির নামান্তর। প্রমিত বাংলা নামে যাকে ডাকা হয়, সেটি ঔপনিবেশিক কাঠামোয় তৈরি করা - ভিত্তি ইংরেজি আর সংস্কৃত - যার সঙ্গে বাংলার মাটির হাজারো কথ্যরীতি্র যোগ নেই।
ইংরেজি-হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধিতা করে বাংলাভাষা রক্ষার আন্দোলনের নেতৃত্বের কাছে প্রশ্ন, তারা ঢাকা-কলকাতার ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী বাংলা উচ্চারণ এবং লেখ্য রীতি বাংলার অন্যান্য প্রকাশরীতিকে ঢেকে ফেলার পক্ষে না বিপক্ষে।
ভদ্রলোক মধ্যবিত্ত নির্ভর এই আন্দোলনে সাধারণত এই প্রশ্ন গুলি ওঠে না। গ্রামীন উতপাদক-বিতরকদের পক্ষ থেকে দীপঙ্করদার এই লেখার সূত্র ধরে এই বিষয়টা নিয়ে চর্চা হোক এই দাবি জানিয়ে রাখলাম।

No comments: