Monday, December 19, 2016

অনুপম মিশ্রের জীবনাবসান - গ্রাম শূদ্র সভ্যতা তার এক কথককে হারাল


গ্রাম জীবনের, শূদ্র সভ্যতার অসাধারণ কথক অনুপম মিশ্র ক্যান্সারে ভুগে মারা গেলেন। আজ ভি খাড়ি হৈ তালাও তাঁর অসাধারণ রচনা, কয়েকশ ভাষায় অনুদিত হয়েছে।
ভাল ইংরেজি বলতে, লিখতে পারতেন, তবু হিন্দিতেই তাঁর প্রায় সমস্ত লেখা।
মাস ছয়েক আগে তাঁর ক্যান্সারের খবরে টেড বক্তৃতা তুলেছিলাম ফেবুকেতে।
তাঁর সঙ্গে আলাপ হয়েছিল জয়াদিদির মার্ফত।
কলকাতায় কয়েক বছর তাঁর সঙ্গীও হয়েছিলাম।
মায়ের তৈরি আলুর্দম খেয়ে অসাধারণ আপ্লুত হয়েছিলেন, যত বার তাঁর সঙ্গে কথা হয়েছে দূরাভাষে মাকে প্রণাম জানাতেন সেই তুচ্ছ খাবারের জন্য।
এই আমার সভ্যতা, এই আমার গ্রাম-সভ্যতার তাত্ত্বিক।
প্রণাম অনুপমজী।
তাঁর হাত ধরেই, তাঁর গ্রাম সমাজের দর্শন অনুসরণের ভাবনা ধরেই বেঁচে থাকবে শুদ্র ভারত।

No comments: