Wednesday, February 5, 2014

Mahasweta Devi and Zakir Hossain of Bangladesh, জাকিরদাদা আর মহাশ্বেতাদিদিকলকাতায় এসে জাকিরদাদা ফোন করলেন বিশ্বেন্দুকে।তিনি বইমেলা দেখতে এসেছেন। দুর্ভাগ্য বশতঃ ঠিক এক মাস আগে তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় এলেও আমার সঙ্গে দেখা হয় নি। কিন্তু আমরা পরমের উপদেষ্টা মন্ডলীতে তাঁর নাম রাখতে পেরেছি।
কিন্তু পরেরদিন আমাদের মহাশ্বেতাদিদির বাড়ি যাওয়ার কথা। জয়াদি আমাদের নিয়ে যাবেন এমন কথা রয়েছে। এই কথা বলতে জাকিরদাও বললেন তিনিও যেতে চান। পরেরদিন আমি জাকিরদাকে তুলে নিয়ে গেলাম মহাশ্বেতাদির বাড়ি আর জয়াদিও এলেন ভবানীপুর থেকে। বাড়িতে ঢোকার আগেই দেখা। একসঙ্গে ঢোকা গেল। 
তারপর জাকিরদার সঙ্গে দিদি অনেক্ষন কথা বললেন। অন্য নানান কথায় জাকিরদা সঙ্গীও হলেন।
সেই সাক্ষাতকারের একমুঠো ছবি তুলে দেওয়া গেল।
Post a Comment