Wednesday, February 5, 2014

2nd Issue of Param, পরম দ্বিতীয় সংখ্যার ভাবনা

আজ কালের মধ্যেই পরমের দ্বিতীয় সংখ্যা প্রকাশ পাচ্ছে।
পরমের দ্বিতীয় সংখ্যায় থাকছে সুবা বাংলার সোরা উৎপাদন আর ব্যবসা।

এর আগে লোকফোকএ সোরা নিয়ে বিশদ লিখেছি। সোরা উৎপাদন, সোরা ব্যবসা নিয়ে বেশ কিছু প্রবন্ধের অনুবাদ করেছি।

বারুদের এক গুরুত্বপুর্ণ উপাদান সোরা। ভারত এবং চিন দুই দেশই সোরা দিয়ে বারুদ তৈরির কাজ জানত। কিন্তু বারুদ দিয়ে যে মানুষ মারা যায় সে গুরুত্বপুর্ণ তথ্য ভারতীয়দের জানা ছিল না। যত দিন না প্রথমে পর্তুগিজ এবং পরে মোগলেরা ভারতে এসে এই কাজটি করে দেখাবেন।

অথচ কোন সুদূর কাল থেকে ভারতে বারুদের অন্যতম গুরুত্বপুর্ণ উপাদান সোরা তৈরি করত। কিন্তু সোরার ব্যবহার ছিল, চিকিৎসার কাজে, জল ঠান্ডা করায়, চাষের কাজে, দ্রব্য তৈরির কাজে।

মোগলেরাও ভারতে সোরা উৎপাদন আর ব্যবসা রাষ্ট্রীয় করণ করে নি। তখনও বিশ্বের ৭০ শতাংশ সোরা উৎপাদন করত পাটনার সারন জেলা বা সরকার সারন।

ব্রিটিশরা ক্ষমতা দখল করে পাটনার সোরা ব্যবসা আর উৎপাদন দখল করল। আর এই সঙ্গে পালটে গেল যুদ্ধের ধার ও ভার।




No comments: