Wednesday, February 5, 2014

Genesis of Param4, পরমের গড়ে ওঠার ইতিহাস৪

এত সব মানুষ হাত বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা পায়ে পায়ে দ্বিতীয় সংখ্যায় পৌঁছেছি। সব থেকে বড় আশ্রয় পেয়েছি বাংলার পাঠকদের - শহরে আর বিশেষ করে গ্রামের।

পরমের গ্রাহক সংখ্যা বাড়ছে - আস্তে আস্তে। বছরে ১০০ টাঁকা। বাড়িতে প্রত্যেক সংখ্যা পৌঁছে যাবে।

ইতিমধ্যে আমাদের বেশ পুরনো বন্ধু আশিসের সঙ্গে দেখা হল। ও একক মাত্রা নামে এক পত্রিকার সঙ্গে রয়েছে। এই পত্রিকাটি প্রায় এক দশকের বেশি সময় ধরে চলছে। তাকে প্রস্তাব দিলাম তাদের পত্রিকা বিতরণের সঙ্গে পরমকে জড়ানো যায় কি না। আশিস রাজি। ও তাদের বিতরকদের নাম ঠিকানা পাঠিয়ে দিল। আমরাও উত্তরবঙ্গে আমাদের কিছু যোগাযোগ যোগ করলাম। ঢাকাও যোগ হল। এই সব ঠিকানা দ্বিতীয় সংখ্যায় যাচ্ছে। পরের সংখ্যায় যাচ্ছে বাংলার বাইরের নানান ঠিকানা, যেখানে পরম যাবে।

ছোট ছোট পদক্ষেপে পরমের ব্যপ্তি ঘটে চলেছে।

আমরা বাংলার প্রাচীনতার সঙ্গে বর্তমানকেও জুড়তে চাইছি।

পরম তাই সকলের আশীর্বাদ দোয়া প্রার্থী।

No comments: