Friday, October 4, 2013

India Insult Map

The Google AutoComplete Map of USA in the previous post made me think about making such a map of India. You may easily see the difference in the two maps. The map of USA was more sarcastic whereas the map of India has become more insulting. The map of India vindicates an email I had received long ago and posted here: Divided We Stand!
This also shows how little the outsiders know about the states (or, rather, people from the states) of J&K, Sikkim, Assam, Arunachal Pradesh, Meghalaya, Mizoram, Nagaland, Manipur and Tripura.
On another note, Strange Maps is a fascinating collection of, well, strange maps. If you like to see various things represented in maps, that blog should be visited.


লোকফোকের কথা
আমার মনে হয় ভারত দেশটা অনেক সমাজ মিলে তৈরি হয়েছে। এটি রাষ্ট্র বা নেশন স্টেট নয়। অনেক সময় আমরা আমাদের বাড়ির মানুষদের সম্বন্ধে কত কিছু খারাপ বলি, ঝগড়া করি, মা ছেলের মৃত্যু চান, বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে চান, ভাই ভাইকে পেটায়, বোন বউদির নানান কিছু নিয়ে কুটকচালি করে, বৌ ভাবে রান্নাঘরে তার স্বপ্ন শেষ হয়ে গেল, বর ভাবে বিয়েটাই জীবনের সবথেকে বড় ভুল, ছেলে ভাবে বাবা কবে মরলে সম্পত্তি পাব, তার পরেওতো আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে উতসব আনন্দ করি, একে অন্যে বিপদে ঝাঁপিয়ে পড়ি। অন্য দেশের কথা বলতে পারব না ভাই, ভারততো তাই।





এটি পেয়েছি http://indrajit.files.wordpress.com/2013/10/india_insult_map.jpg ব্লগ ঠেকে। 

No comments: