Friday, October 25, 2013

গড়িয়াহাটের মেলা, Crafts Exhibition at Gariahat

ওরা এই শ্যামা পুজায় এক্কেবারে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছেন। না লৌকিক আঙ্গিকের তথাকথিত কোনও থিমের মন্ডপের চমক নয়, একেবারে বাংলার গ্রাম-শহরের যে মানুষগুলো বাংলারই নিজস্ব অতি প্রাচীন কারু শিল্পকে বুকেধরে আগলে রেখেছেন, তাদের শিল্পীকে নিয়ে আসছেন পুজো প্রাঙ্গনে, কলকাতার শিল্পী মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং অতি মমতায় তাদের পাশে দাঁড়াবার জন্য। ওঁরা আদি বালিগঞ্জ শ্রীশ্রীশ্যামা পূজা পরিষদঅক্টোবরের ৩১ থেকে নভেম্বরের ৩ পর্যন্ত, কলাবতী মুদ্রা, বঙ্গীয় এবং পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘের কারু ও বস্ত্র শিল্পী সদস্যদের সঙ্গে মিলে শেকড়ের সন্ধানে যেতে গিয়ে, এই ব্যতিক্রমী পুজোর আয়োজন করতে চলেছেন, গড়িয়াহাটার মেঘমল্লার বাড়ির পাশের রাস্তায় নাম দিয়েছেন লোককলা মেলা। আসছেন এ বাংলার ২১ জন জন এবং ও বাংলার ৫ জন শেকড়ে থাকা কারু ও বস্ত্র শিল্পী। ওপার বাংলা থেকে মুলতঃ আসছেন টাঙ্গাইল, ঢাকাই, মণিপুরি এবং অন্যান্য বস্ত্র ও পরিধেয় শিল্পীরা। এ বাংলা থেকে থাকছেন পুর্ব মেদিনীপুরের খড়ুইএর গালার পুতুল এবং কোলাঘাটের মোষের সিংএর দ্রব্য, বিষ্ণুপুর থেকে শাঁখ, নারকেল মালা, তালকাঠের তৈজস, পুরুলিয়া চড়িদা থেকে মুখোশ আর তসরের থান আর পরিধেয়, বীরভুম থেকে কাঁথাসেলাই, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের শবর কলা, শিলদার পাথরের তৈজস আর নয়াগ্রামের পট, বাঁকুড়ার বিকনার ডোকরা, মালদার গাজোল, দিনাজপুরের ঊষাহরণ আর কুচবিহারের কালচিনির বাঁশের কাজ, দিনাজপুরের মহিষবাথানের কাঠের ও বাঁশের গমীরা মুখোশ, দিনাজপুরের ফতেপুরের পাটের ঢোকড়া, বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল আর আসবাব, কলকাতার চামড়ার থলে, কলকাতা নতুন ধরনের ঘরসাজানোর মোমবাতি, জামাকাপড়, দক্ষিণ ২৪পরগনার পাটের বিনুনির থলে আর চটি, দার্জিলিংএর নক্সালবাড়ির কাঠের কাজ, বিষ্ণুপুরের দশাবতার তাস, মাটির বীজের ধাতুর গয়না এবং আরও অনেক কিছু। ব্যতিক্রমী এই উদ্যোগে কলকাতার শেকড়ের খোঁজে থাকা শিল্পমোদী মানুষেরা অবশ্যই সামিল হবেন এই আশা করছেন উদ্যোক্তারা।


বাংলাদেশের বস্ত্র শিল্পী ছাড়া যারা যারা আসছেন-

সংখ্যা
নাম
কারু শিল্প
জেলা
১।
শিবাশিস হাজরা
ঘর সাজানোর জিনিস
কলকাতা
২।
মানোজ রায়
তসর
পুরুলিয়া
৩।
নিতাই নন্দী
শাঁখ, নারকেল মালা, তাল কাঠ
বিষ্ণুপুর
৪।
পুতুল কর্মকার
ডোকরা
বাঁকুড়া
৫।
ববিতা ব্যানার্জি
চামড়ার থলে
 কলকাতা
৬।
সাঞ্চিতা ঘোষ
সফট টয়েজ়
৭।
শিবানী দত্ত
টেরাকোটা
দক্ষিণ ২৪ পরগণা
৮।
মধু নায়েক
খেজুর পাতা
পশ্চিম মেদিনীপুর
৯।
শ্যামল মিস্ত্রী
পাথর
১০।
রেজিনা বিবি
কাথাফোঁড়
বীরভূম
১১।
নূর সেলিমা বিবি
১২।
ক্ষীরোদা বালা সারকার
ঢোকরা
দক্ষিণ  দিনাজপুর
১৩।
নমল রায়
বাঁশ
কোচবিহার
১৪।
শ্রীনাথ টুডু
মালদা
১৫।
দিলীপ ভাস্কর
কাঠের পুতুল
বর্ধমান
১৬।
বৃন্দাবন চন্দ
গালার পুতুল
পুর্ব মেদিনীপুর
১৭।
গুরুপদ চিত্রকর
পট
পশ্চিম মেদিনীপুর
১৮।
ষষ্ঠী জয়সোয়াল
পাট
উত্তর  দিনাজপুর
১৯।
সঞ্জুলাল সরকার
কাঠের মুখোশ
দক্ষিণ দিনাজপুর
২০।
সংগঠন


২১।
নারায়ণ চন্দ্র পইত
পাটের থলে, চটি
দক্ষিন ২৪ পরগণা

No comments: