Friday, June 28, 2013

সাম্রাজ্যবন্ধু- দ্বারকানাথ ঠাকুর এবং রামমোহন রায়,

দূরদর্শণবিদ্য ঐতিহাসিক রামচন্দ্র গুহ, আধুনিক ভারতের গড়নকর্তাদের মধ্যে রামমোহনকে সর্বপ্রথমতম সারিতে রেখেছেন আধুনিকতম বাঙালি উদ্বাহু নৃত্যবান ইওরোপিয় চিন্তাবিদদের বর্ণনায় মূঢ়, কুসংস্কারাচ্ছন্ন, সামন্ততান্ত্রিক মূঢ়তায়, গ্রাম্য জড়তায় জড়িয়ে থাকা আম বাঙালি দ্বারকানাথ-রামমোহনবন্ধু, প্রাগ্রসর ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রাণ হাতে লড়াই করেছিল গ্রামীণ বাঙালিরা তার রচনায় অথবা তারমত আধুনিক ভারতীয় ঐতিহাসিকদের রচনায় কোথায় স্থান পেলেন জানতে ইচ্ছে করে রেনেসাঁর সময়ের কলকাতা নবজাগরিত সমাজের অন্যতম কেষ্টুবিষ্টুদের মধ্যে রামমোহন ছিলেন গুরু স্থানীয় দ্বারকানাথ ঠাকুর তাঁর সাক্ষাত শিষ্য বিদেশিদের নীল চাষে উত্সাহ দিতে রামমোহন এবং তাঁর মতাদর্শ আর কাজকর্মের বিশদ আলোচনা করা হয়েছে এই পর্বে দ্বারকানাথ বাঙলার অন্যতম বড় জমিদার, নীলকর, লবন চাষী আর ব্যবসায়ী, আফিম ব্যবসায়ী, মদের কারবারী উত্পাদক গুরু রামমোহনের পথ বেয়ে তাঁর সবই কাজ-কর্ম ইংরেজবাদীদের উদ্বুদ্ধ করেছে বাঙলার ব্যবসা জগতে তিনি আজও প্রণম্য এবং অগ্রগণ্য তাঁর এবং রামমোহনের জীবনী প্রায় সকল ইংরেজি শিক্ষিত বাঙালিরই কন্ঠস্থ, ঠোঁটস্থ এই দুজন উদ্যমী পুরুষের জীবনী আলোচনা সরিয়ে রেখে তাঁদের তাত্বিক অবস্থান, কর্মোদ্যম আর মানসিক অবস্থান বিষয়ে আলোচনা করা যেতে পারে হয়ত বোঝা যাবে, ঐতিহাসিকেরা যে সময়কে রেনসাঁ বা নবজাগরণ বলছেন, গ্রাম বাঙলা যখন প্রাণপনে লড়াই করছে ইংরেজ সেনার বিরুদ্ধে, সে সময়ের বাঙলা অথবা ইংরেজ শাসনের ভিত দৃঢ় করতে তাঁদেরমত প্রভাবশালী ব্যক্তিত্বদের ভূমিকা কী ছিল

No comments: