Saturday, March 28, 2020

কোভিদ-১৯ - আফ্রিকা, দক্ষিণ এশিয়া দধিচি পূর্বজদের জন্যে বেঁচে যেতে পারে?

এখনও নির্দিষ্ট করে বলার সময় সময় আসে নি। কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য পাচ্ছি, তাতে কতগুলো কথা মনে হয়েছে - বলার অনুমতি দিন।নিচের মানচিত্র দুটো লক্ষ্য করুণ প্রথমটিতে নীল দাগ দেওয়া অঞ্চলটা ম্যালেরিয়া প্রকোপিত এলাকা আর দ্বিতীয় হলুদ মার্কা অঞ্চলটা কোভিদ আক্রান্ত।
একটি মানচিত্র অন্য মানিচিত্রের সম্পূরক যেন মিরর ইমেজ। যেখানে ম্যালেরিয়ার ইতিহাস আছে সেখানে কোভিদের আগ্রাসন খুব নিস্তেজ।
অর্থাৎ উপনিবেশের হয়ে রেল, সড়ক রাস্তা তৈরি করতে গিয়ে যে কোটি কোটি আফ্রিকিয় দক্ষিণ এশিয় পশ্চিমিদের তৈরি করা ম্যালেরিয়া মারিতে প্রাণ দিয়েছিলেন, তাদের তৈরি করা দেহ সুরক্ষায় কী কোভিদ সংক্রমণ আটকাচ্ছে? সর্বোপরি কোভিদ সংক্রমণ রুখতে ম্যালেরিয়ার একমাত্র নিদান ক্লোরোকুইন জাতীয় ওষুধ, কাজ করছে।
অর্থাৎ আমরা কী ম্যালেরিয়ায় প্রাণ দেওয়া পূর্বজদের তৈরি করে দেওয়া ইমিউনিটির জন্যে খুব বেশি করোনায় আক্রান্ত হচ্ছি না?
☝🏻There might finally be an explanation for why India and Africa haven’t had much cases yet. Looks like all the malaria infected countries have herd immunity and hence fatality rates are lower. This is probably also the reason why chloroquine is working as a treatment.
Check out the world infliction maps above for Malaria and COVID - mirror image!!!!
---
প্রাথমিকভাবে এই তথ্য পেলাম উপনিবেশ বিরীধী আন্দোলনের সাথী Ayaonএর থেকে।

No comments: