Thursday, March 19, 2020

পলাশীর আশেপাশের মারি

ব্রিটিশেরা কোনও দিন কলকাতাকে খুব একটা বাসযোগ্য বানায় নি। কোমপানি ডাক্তার হলওয়েলের বর্ণনায় পলাশীর বছরেই ভীষণ মড়কের উদাহরণ পাচ্ছি কলকাতায়। চিকিতসক এডওয়ার্ড আইভসের বর্ণনা পাচ্ছি হাসপাতালে কয়েক হাজার রোগী ভর্তি হওয়ার - হাসপাতালটি ছিল সেন্ট জর্জ চার্চের পাশে। সেই মড়কে সেখানেই পলাশীর এক ষড়ি চার্লস ওয়াটসন মারা যায়। সমাধি এখানেই দেওয়া হয় তাকে। ১৭৬২র কলেরায় ৫০০০০ বাঙালি মারা যায়। তার ৭ বছর পরেই হয় গণহত্যা।
সূত্রঃ - এডওয়ার্ড আইভস(আ ভয়েজ ফ্রম ইংলন্ড টু ইন্ডিয়া), হলওয়েলের পলাশীর পরেপরের লেখা বই, প্রতিবেদন, সায়ন উল্লিখিত রেজিনাল্ড অর্টনের এন এসে অন এপিডেমিক অব কলেরা ইন ইন্ডিয়া এবং সাম্প্রতিককালে মারী এবং শীতলা নিয়ে নিকোলাস রালফের গবেষণা, শ্রাবণী সেনের ইন্ডিয়ান কলেরা আ মিথ।

No comments: