Sunday, March 29, 2020

গ্রামীনেরা এক আছে বলাতে বন্ধুদের গোঁসা হয়েছে

আমরা পাল্টা জিজ্ঞেস করলাম গ্রামীনেরা একই নেই?
২৫০ বছর ধরে নবজাগরণীয়রা তাদের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন বলেছে, তাদের কৃষ্টিকে যা ইচ্ছে তাই ভাবে ব্যবহার করে ধনী মানী হয়েছে। এর বদলে তারা কী শহুরেদের থেকে রয়্যালটি দাবি করেছে? অথবা তারা কি জানতে চেয়েছে তোমরা কেন আমাদের একতরফা অশিক্ষিত বলছ? একবারও আমাদের সাথে আলোচনা করেছ? নাহ, নবজাগরণীয়রা করে নি তো! সেদিনও নবজাগরনীয় শিক্ষিতরা তাদের সম্পদ চুরি লুঠ করেছিল, আজও তারাই সেগুলো চুরি লুঠ করে চলেছে। তার বাজার লুঠ হচ্ছে, তার জীবিকা লুঠ হচ্ছে। নেহেরুর আমল থেকে মোদির আমল অবদি বলপ্রয়োগ করে বাসস্থান দখল করা হয়েছে, তারা কী পাল্টা দিয়েছে? নাহ দেয় নি। শহুরেদের প্রতি গ্রামীনেরা কখনো বিদ্বেষ দেখিয়েছে? উলটে দিন যত যাচ্ছে শহুরেরা গ্রামীনদের উচ্ছেদ করে চলেছে।
এরপরেও বলব গ্রামীনেরা পাল্টে গিয়েছে।
আশ্চর্য!!!

No comments: