Sunday, June 25, 2017

পলাশির দুশষাট বছরে ইঞ্চিতে ইঞ্চিতে

১১৬৪র আষাঢের প্রথম হপ্তায় পলাশি ঘটেছিল ব্রিটিশ-অভিজাত-ভদ্র বাঙালির বিশ্বাসঘাতকতায়।
বাংলায় বিশ্বাসঘাতকদের অন্যতম ইঙ্গ-বঙ্গ-প্রতিনিধি খবরদার সরকার মশাইয়েরও বিদায় ঘটল গত বছর পলাশির দিনেই।
পলাশীর দুশ ষাট বছর পর গত বছর ব্রিটেনে গণভোট হঠতই যেন ইওরোপের জাতিসত্ত্বার বন্ধ ঝোলার আগল খুলে দিয়েছে। চাপিয়ে দেওয়া ইওরোপিয় ইউনিয়ন যেন সোনার পাথরবাটি মনে হচ্ছে ইওরোপিয়দের।
আজ যেন ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তথা বিশ্বের ইতিহাস-অর্থনীতি বদলাবার দিনের বদলা নেওয়ার সময় আগত।
কোমর বাঁধ বন্ধুরা।
বড় কর্পোরেট পুঁজির শেষের দিন সমাসন্ন।
এবারে বাংলার পথ বেয়ে গ্রামের দক্ষতা, জ্ঞান, গাঁইয়া প্রযুক্তি, তার নিজস্ব বাজার এবং অকেন্দ্রিভূত পুঁজির নিজের মত করে লড়াই করার দিন আসছে।
চাপানো ভাবনা, তত্ত্বের দিনের পরিসমাপ্তি।
জয় বাংলা!
জয় জয় বাংলা!
জয় কারিগর বাংলা!
জয় বাংলার অদম্য গাঁইয়া জ্ঞানচর্চা!

No comments: