Sunday, June 18, 2017

বাংলার মারোয়াড়িরা

আমার কিছু দিন উমিচাঁদদের বর্তমান প্রজন্ম নওলখাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল - পরিবারের সংগ্রহের পুরোনো কিছু "লোক শিল্প" মূল্যায়ন করার কাজে। তাদের কলকাতায় বড় ব্যবসা আছে ক্যামাক স্ট্রিটে আজিমগঞ্জ হাউসে - যদিও তারা নিজেদের মুর্শিদাবাদিয়া সুলতানি আভিজাত্যের সঙ্গে জুড়ে থাকা মনে করে - বাংলার আম জনতার সঙ্গে তাদের বিন্দুমাত্র কোন যোগাযোগ নেই। চার-পাঁচ দিন যে বৈঠক হয়েছে তারা কেউ বাংলায় কথা বলে নি - আগে অনেককে বলতে শুনেছিলাম তারা নাকি বাঙালি হয়ে গেছে - বিশেষ করে বিনয় ঘোষের লেখায় পড়েছিলাম জীবনযাত্রায় তারা নাকি বাঙালি - আমি মূলত ওডিয়া - চারশ বছরের বাংলার অধিবাসী - কিন্তু আমি বুঝতে পারলাম না ওরা কোথায় বাঙালি। 
একটা চাল টিপেই বোঝা যায় যে তিনশ বছর বাংলায় থেকে বাংলায় কথা বলতে না চাওয়া বর্তমানের হিন্দিভাষী মারোয়াড়িরা বাংলা থেকে কি চায়। 
মোদির এত ঝাড় সত্ত্বেও মোদিকেই তারা মাসিহা বলে মনে করে - অন্তত আজ পর্যন্ত আমাদের এই মূল্যায়ন।

No comments: