Friday, July 26, 2019

বাঙালির ইওরোপিয়তা

বাঙ্গালি বহুকাল - গোটা ঔপনিবেশিক সময়টা এবং তারপরেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আর কর্পোরেট পুঁজির আবহাওয়ায় বেঁচে এসেছে - ইন্দিরাগান্ধী তাকে চাকরি দিতে ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণ করে। ফলে তার কাছে রাষ্ট্র আর কর্পোরেট ব্যবস্থা দিনের আলোর মত সত্য। নিজের জীবনটা তাই যখন অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তখনও তার সেটি স্বাভাবিক মনে হয়। অন্যের তত্ত্ব তার তার তত্ত্ব। তাই অন্যকে না গালি দিয়ে ভদ্রবিত্তের উচিত সংস্কৃতায়ণ(বা ইওরোপায়ন) কিভাবে তার জীবনে প্রভাব ফেলেছে সেটির পাঁতি নেওয়া।

No comments: