Thursday, July 11, 2019

কেরল ও কর্পোরেট কৃষি



এই সংবাদে বলছে কেরল কর্পোরেট কৃষির বিরোধিতা করছে। কর্পোরেট কৃষি না কি কর্পোরেট চুক্তি কৃষি। বোঝা গেল না। 
তারা কি ভূটান বা সিকিমের মত পথে হাঁটবে? কর্পোরেটদের দেওয়া রাসায়নিক বীজ যন্ত্র ইত্যাদি নির্ভর কৃষির পথে যাবে নাকি দেশিয় প্রথায় চাষের পথে যাবে। সেই রাসায়নিক, কর্পোরেট বীজ ইত্যাদি নির্ভর যদি হয়, তাহলে তো কেঁচেগণ্ডুষ। 
এশিয় বামপন্থীদের কর্পোরেট-বন্ধুত্ব সর্বজনবিদিত। নেপালের মাওবাদীরা কর্পোরেট চিনের সাহায্য চেয়েছে উন্নত হবার জন্যে। ভারতীয় বামেদের অতীত কর্মকাণ্ড কর্পোরেট কৃষির পক্ষেই যায়। ৩৪ বছর ধরে বাংলায় তারা গোষ্ঠীর জমি সম্পদ সব ব্যক্তিগত হাতে তুলে দিয়েছে, সরকারের কৃষি দপ্তরকে কর্পোরেটদের মাঠের কাজে দপ্তর বানিয়ে ছেড়েছে। সংবিধানে, আইনে প্রচুর ভাল ভাল কথা লেখা আছে। কোনওটাই কাজে লাগে না। রাষ্ট্র এবং ক্ষমতায় যাওয়া প্রায় সব কটা দলই কোনও না কোনওভাবেই কর্পোরেটের বন্ধু। এটা করতে গেলে সবার আগে সরকার পড়বে।

No comments: