Sunday, July 7, 2019

পুঁজির তৈরি নায়ক আর কারিগর সমাজ

রাষ্ট্র/পুঁজির শেকড় ছেঁড়া নায়ক বানানোর কাজকে সবসময় প্রশ্নবোধক দৃষ্টিটিভঙ্গীতে দেখা দরকার। সবার আগে জানা দরকার যে বিপুল বৈচিত্রময় শূদ্র/অভদ্রলোক সমাজ নিজেদের পরিবার/সমাজ/গোষ্ঠী/গুরুর জ্ঞান, দক্ষতা, প্রয়ুক্তি, কাঁচামাল এবং স্থানীয় বাজার নির্ভর করে( মসলিন ক্রুসিবল ইস্পাতের মত কয়েকটি ব্যতিক্রমী পণ্য বাদ দিয়ে - উদ্বৃত্ত হলেই একমাত্র বিদেশে পাঠানো হত) বাংলাকে আক্ষরিক অর্থে সোনার বাংলা বানালেন, তাদের দেশিয় এবং আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন করল কে এবং বিশিল্পায়ণের হোতা আর তার কোলাবরেটর কে। পুঁজি তার মত করে নায়ক তৈরি করে, তার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। আমাদের দেখতে হবে সেই নায়ক তৈরির পদ্ধতিতে যে নায়ক গড়ে উঠছেন, তিনি কি শুধুই কারিগর ব্যবস্থা বিরোধী পুঁজির পক্ষে দাঁড়ান না কি কিছুটা হলেও কারিগরদের সাথ দেন।

No comments: