Friday, July 12, 2019

বাংলার কৃতি, বাঙলার সম্পদ - কাঁথা৫ - বাংলার মহিলাদের জ্ঞান দক্ষতার বিশ্বজয়

ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন জন্মাচ্ছে সবে, তখন লন্ডনের অভিজাতদের প্রাসাদগুলির চাহিদা বাঙলার মহিলাদের কাঁথা
এলিজাবেথিয় ইংলন্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র Elizabeth Cavendish, পরে Elizabeth Talbot, Countess of Shrewsbury (c. 1527 – 13 February 1608)। তিনি প্রখ্যাত Bess of Hardwick (ওরফে Elizabeth Hardwick) নামে। হিসাব করে চার চারটি বিবাহ করে ক্ষমতার সদর দরজা অবদি পৌঁছে যান। ১৬০১ সালে প্রাসাদ সাজাবার জন্যে বিশ্বজোড়া প্রচুর দামি কিন্তু চোখজুড়োনো পণ্য আমদানির নির্দেশ দেন। তাতে ছিল বাঙলার কাঁথা। অর্থাৎ ততদিনে ইওরোপের অভিজাত প্রখ্যাতদের শোবার ঘর অবদি বাঙলার কাঁথা পৌঁছে গিয়েছে।
গবেষক Alison Wiggins তাঁর Bess of Hardwick’s Letters: Language, Materiality, and Early Modern Epistolary Culture বইতে হার্ডউইকের চিঠিপত্রে দেখছেন কি কি পণ্য তিনি আনাচ্ছেন ১৬০০ শতে - পারসিক আর আনাতোলিয়ার কালিন, গুজরাটি বিছানার চাদর, বাঙলার কাঁথা, চিনের হাতে বোনা রেশম।
ইংলন্ডএর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সবে জন্ম নিয়েছে, তারদের ভারতে আসা দুরস্ত, তখনই লন্ডনে পৌঁছে যাচ্ছে বাঙলার মায়েদের কাঁথা।
চিত্রে থাকতে পারে: পাঠ্য\চিত্রে থাকতে পারে: ১ জন

No comments: