Tuesday, February 26, 2013

লাল মন্ত্র - শান্ত - LalMontra


[ শাহাবাগের ব্লোগার "রাজিব হায়দার শুভ" হত্যার প্রতিবাদ জানিয়ে ] 


মৃত্যুরও রঙ আছে, আছে তার স্বাদ
জীবকূল আগে-পরে রবে না'তো বাদ।
ঐ'যে প্রীতিলতা রক্তিম মৃত‌্যু গায়ে
চেতনা বিলি করে অজানায় ধায়ে।
ক্ষুদে ক্ষুদিরাম লৌহমৃত্যু হাতে মাখে
তীব্র স্বাদের মৃত্যুসুধা বাধ্য হয়ে চাখে।

মৃত্যুরও রঙ আছে, আছে তার স্বাদ
জীবকূল আগে-পরে রবে না'তো বাদ।
ঐ'যে নাট্যমঞ্চে লিংকন পড়লো ঢলে
অস্তিত্বের রাস্তাদিয়ে এখনো সে চলে।
কত মৃত্যু ধূলোয় ঘোরে কঙ্গো-বলিভিয়া
মৃত্যুর মাঝেই প্রাণ পেল হায় চেগুয়েভারা।

মৃত্যুরও রঙ আছে, আছে তার স্বাদ
জীবকূল আগে-পরে রবে না'তো বাদ।
মরতে যখন হবে তখন ব্রুনোর মত মর
সত্যব্রত অটুট রেখে লাল পতাকা ধর।
দাগ কেটে যা এই ভূবনে মেহনতীর তরে
শান্তি তবে গাঁ মোছাবে যদিও যাস মরে।

No comments: