Saturday, November 16, 2019

জেন্টল সংগ্রহ

জাঁ ব্যাপটিস্ট জেন্টল, ফরাসী সেনানায়ক, ১৭৫২য় ভারতে এসে ডুপ্লে ইত্যাদির অধীনে চাকরি করতেন। মীর কাশিমের সঙ্গে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। অযোধ্যায় সুজাউদৌলার সময়ে রেসিডেন্ট হন। সেখানে তিনি বিপুল পরিমান অস্ত্র, মেডেল এবং বিভিন্ন ভাষার পাণ্ডুলিপি সংগ্রহ করেন।ইওররোপে এটি এখন জেন্টল সংগ্রহ নামে পরিচিত।

No comments: