Friday, November 15, 2019

মুঘল দরবারের খেলাত

খেলাতের পাঁচটা স্তর ছিল – এবং তিন, পাঁচ, ছয় অথবা সাতটা অংশ থাকত, অথবা সম্রাট যে ধরণের কাপড় পরে আছেন সেই ধরণের কাপড়ও
সাম্মানিক হিসেবে দেওয়া হত(মলবুসইখাস)। তিন খণ্ডের খেলাত বা খেলাতখানকায় থাকত একটা শিরস্ত্রাণ, একটা ঝুল জামা এবং একটি কোমরবন্ধ। তোষাখানা বা উপহারের জন্যে ভাণ্ডার থেকে পাঁচ খণ্ডের যে খেলাত আসত তাতে এই তিন অংশ ছাড়া ছিল শিরস্ত্রাণ অলঙ্কার বা সরপেঁচ, এবং শিরস্ত্রাণ ঘেরা একটা কাপড় যার নাম বালাবন্ধ। পরের স্তরে এর সঙ্গে জুড়ত দেহের সঙ্গে এঁটে থাকা অর্ধেক হাতা(নুমাআস্তিন) বিশিষ্ট একটি চোস্ত জ্যাকেট। তাভার্নিয়ের সাত খণ্ডের খেলাতের বর্ণনা লিখছেন ১) একটা শিরস্ত্রাণ বা টুপি ২) দীর্ঘ গাউন(কাবা), ৩) আঁটসাঁটো কোট(আরকালোন), আর্ভিন যাকে বলছেন আঁটোসাঁটো কোট বা আলখালিক ৪) দু’জোড়া পাজামা, ৫) দুটো জামা, ৬) দুজোড়া কোমরবন্ধ ৭) মাথা বা গলায় জড়ানোর জন্যে স্কার্ফ।
উইলিয়াম আরভিনের আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস থেকে

No comments: