Thursday, November 14, 2019

১৭৭৫এর মুঘল মানচিত্র

রেনেল যে মানচিত্রটা বানিয়েছিলেন, যেটি বিশ্বের মানচিত্রের ইতিহাসে অন্যতমগুরুত্বপূর্ন পদক্ষেপ ছিল, তার নিদর্শন ছিল মুঘল মানচিত্র এবং মানচিত্র তৈরির সঙ্গে জুড়ে থাকা জ্ঞান, প্রযুক্তি এবং মানুষজন।
এইটি রেনেলের মানিত্র সময়ের পরের ১৭৭৫এ আঁকা - দিল্লি থেকে কান্দাহারের পথের মানচিত্র। গোমানস বলছেন এই মানচিত্রটি মুঘল সাম্রাজ্যের শাসকদের রৈখিক দৃষ্টিভঙ্গীর প্রকাশ।
Section from a Mughal scroll route map from Delhi to Qandahar, c. 1775. At the top it shows the high road, the rivers (Nilab and Kabul) and the hills around Kabul fort, the latter being 206 jaribi karoh (c. 525 km) from Lahore. To the bottom, the high road continues, after crossing the Kabul river a second time, through the Lataband mountains, up towards Qila Zafar. The side-road on the left probably indicates a road that is less steep and thus more convenient for transporting heavy cannon. The size of the map is 2,000 × 25 cm, its length illustrating the linear perspective of the Mughal rulers

জস গোমানস মুঘল ওয়ারফেয়ার

No comments: