Tuesday, February 20, 2018

শিরদাঁড়াহীন মিরজাফর

মিরজাফরকে মসনদে বসিয়ে ক্লাইভ বিপুল সম্পত্তি নিয়ে লন্ডনে গেলেন। কোম্পানি প্রধান হেনরি ভেরলেস্ট মিরজাফররের ওপরে খাপ্পা। ১৭৬০ সালের ৩ ডিসেম্বর মুর্শিদাবাদের রাস্তায় মিরজাফরকে ঘিরে ধরেছে উন্মত্ত ব্রিটিশ সেনা। অনুপস্থিত ক্লাইভের নাম নিয়েও পাত্তা পাচ্ছেন না ক্লাইভের গাধা মিরজাফর। সেনাবাহিনীর অনুবাদক লাসিংটন ক্লাইভকে সেই ঘটনা চিঠিতে লিখছেন সে সময় শিরিদাঁড়াহীন মীরজাফর হঠাত মরিয়া হয়ে বক্তৃতা দিতে শুরু করেন, ‘The English placed me on the musnud; you may depose me if you please. You have thought proper to break your engagements. I would not mine’. He added, ‘I will desire you will either send me to Sabut Jung (Lord Clive), for he will do me justice, or let me go to Mecca’

No comments: