Friday, February 23, 2018

দ্বারকানাথ ঠাকুরের ব্যাঙ্ক লুঠের লেখা বিষয়ে কারিগরদের বক্তব্য

দ্বারকানাথ ঠাকুরের ব্যাঙ্ক লুঠের তথ্য ভাইরাল হয়ে ফেসবুকে, হোয়াটসএপে ঘুরছে। 
লেখাটা Pinakiদার। তথ্যগুলো আমাদের দেওয়া। এটা এমনকি আমাদের গুরু Dipankarrদা বন্ধু Karabiiদিদিও বোঝেন নি। এটা আমাদের একটা বড় কাজ "দ্বিতীয় ইতিহাসঃ লুঠেরা ইংরেজ, সাথী ভদ্রলোক, সাংস্কৃতিক গণহত্যা আর গ্রামীন স্বাধীণতা সংগ্রাম"এর একটা ছোট অংশ।
এটাও বলা দরকার এটা কার লেখা জরুরি নয়। লুঠের সময়টা আর সাম্রাজ্যের বন্ধুত্বটা ফাঁস হওয়া দরকার।
মহাপুরুষীয় ঘোমটা উন্মোচনে কেউ কেউ খুব ক্ষুদ্ধ। আমরা যারা কারিগর, পলাশীর পর আমাদের হাত থেকে উৎপাদন ব্যবস্থা ছিনিয়ে নেওয়া হয়েছে, বাংলার অর্থনীতি অধমর্ণ হয়েছে তারপর থেকে। ধনী ধনী হয়েছে গ্রামের ছোট উৎপাদক বিশ্ব বাজার থেকে বিচ্ছিন্ন হয়েছে। যার ফল আজ ভারতের ৭৩শতাংশ সম্পদের মালিক হাতে গোনা ধনী।
উৎপাদন ব্যবস্থার কর্পোরেটিকরণের ভগীরথেদের চহ্নিত করে যাব।
আমরা গবেষক নই। তথ্যসূত্র দেওয়া আছে।
প্রয়োজনে পাতা মিলিয়ে পড়ে নেবেন।

No comments: