Thursday, February 15, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - লুঠের মানচিত্র

মশাইরা, সমাজপতিরা, রাষ্ট্র পরিচালকেরা, হুজুরেরা, দেখুন আপনাদের ক্ষমতায় যাওয়ার পরের কীর্তিকাহিনী। বাংলা ডুবেছে বঙ্গোপসাগরে আর ইওরোপ উড়াল দিয়েছে গগণপানে।
১৯১৩কে ভিত্তিবর্ষ ধরে ব্রিটেনের ঐ সময়ের জিডিপির ইতিবৃত্ত।
কোন সমৃদ্ধশালী বাংলার ধ্বংসাবশেষের ওপর বসে পশ্চিম ইওরোপ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল –
১৭২০-২১ – ২.১, ১৭৬০-৬১ – ২.৬, ১৭৭০-৭১ – ৩.৩,, ১৭৮০-৮১ – ৩.৫, ১৭৯০-৯১ – ৪.৬, ১৮০০-০১ – ৫.৭, ১৮১০-১১ – ৭.১, ১৮২০-২১ – ৯.৭, ১৮৩০-৩১ – ১৮.৩, ১৮৪০-৪১ – ১৯.৬।
১৭৫৬য় বাংলার জিডিপি ৬+।
লক্ষ্য করুন ১৮০০র পর থেকে ইওরোপের জিডিপি ৫এর উর্ধমুখী আর ৩০এর পর লাফিয়ে দুই অংক ছাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে কুড়ির ঘরে প্রবেশ করেছে। (সুত্রঃ বিনয় ঘোষ, বাঙলার নবজাগরণ)

No comments: