Monday, February 22, 2016

উপনিবেশবাদ বিরোধীচর্চা - রাষ্ট্রভাষা বনাম মাতৃভাষা

কয়েক ঘন্টা আগে চাকমা সমাজের এক বন্ধুর তৈরি ছবিতে দেখলাম সেখানে ভাষা বিষয়ে তাঁরা একটা সমঝোতার রাস্তা নিয়েছেন - বলেছেন বাংলা রাষ্ট্রভাষা আর চাকমা আমার মাতৃ ভাষা।
এতো জাতিরাষ্ট্রবাদী নেশন স্টেটের ভাষা।
আমরা ভারতে দেখেছি যে রাষ্ট্রভাষা বা রাজভাষা কিভাবে অন্য ভাষাগুলিকে তিলে তিলে হত্যা করার দিকে এগোচ্ছে।
ফলে আজ আমাদের নিজেদের মধ্যে আলোচনা শুরু করতে হবে আগ্রাসী রাষ্ট্রভাষা(দিল্লিতে হিন্দি, কলকাতায় বা ঢাকায় বা আগরলায় বাংলা) কি ভাবে হত্যা করতে উদ্যত হয় সমাজের নিজের ভাষা, উপভাষা ইত্যাদি দাগিয়ে দিয়ে, পাঠ্য পুস্তকে অবশ্যম্ভাবী বাংলামাধ্যমে পড়ার বাধ্যবাধকতার মধ্যে দিয়ে।
তাহলে কি রাষ্ট্রভাষায় পাঠ্যপুস্তক হবে আর সরকারি কাজকর্ম চলবে? যদি মাতৃভাষায় সরকারি কাজকর্ম না হয়, তাহলে মাতৃভাষার কাজ কি হবে - শুধু কথা বলা?
দুই ভাষার মধ্যে সম্পর্ক কি হবে? আদৌ কি কোন সম্পর্ক স্থাপিত হতে পারে?
ঘোমটা পরে নব্যউপনিবেশবাদ ঘাপটি মেরে বসে নেই তো?
বন্ধুরা কি বলেন?

No comments: