Monday, February 29, 2016

দেশজ সংস্কৃতিচর্চা - জনরা(জঅনঅরা) - রাজবংশী গহনা







বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের রাজবংশী রাজত্বে যাচ্ছি। কিছু কিছু বাড়িতে তাঁদের গয়না দেখ মুদ্ধ হয়ে গিয়েছিলাম।
কিন্তু সেগুলি এখন আর তৈরি হয় না প্রায় বললেই চলে।
সত্যিই লুপ্তপ্রায় বললে অত্যুক্তি হয় না।
এটির মূল কাঁচামাল রূপো।
তো অনেকদিন ধরেই এগুলি নতুন করে তৈরি করার পরিকল্পনা চলছিল।
দিন পনের ধরে সাংগঠনিকভাবে সে কাজ শুরু হয়েছে দিনাজপুরে।
সবকিছুর মূলে আমাদের সম্পাদক মধুমঙ্গল মালাকার
কাজ চলছে।
তার কিছু ছবি পাঠিয়েছেন আমাদের নবীনতম সদস্য গৌরব মালাকার - মধুদার ভাইপো, রাজবংশী ভাষায় ভাস্তা।
আপনাদের সক্কলের আশীর্বাদ চাই

No comments: