Friday, July 21, 2017

ওয়াপাগের বঙ্গবাসী সম্মেলনের উদ্দেশ্য

এক বন্ধু জানতে চেয়েছিলেন সম্মেলনের উদ্দেশ্য। শুধু সম্মেলন নয় গিল্ডেরও
তাঁর মাত্র কয়েকটা-
১) ছোটলোক - শূদ্র-বৈশ্য-মুসলমান ও অন্যান্য পরম্পরার সমাজের কারিগর অর্থনীতির উতপাদকেদের এক জোট করা।
২) লুপ্ত হওয়া নানা উৎপাদন ব্যবস্থা পুনরুদ্ধার।
৩) খাদক জাতিরাষ্ট আর কর্পোরেট হাত থেকে সার্বিক ছোটলোকদের স্বার্থ দেখা।
৪) আবার ১১৬৪/১৭৫৭র আগে ফিরে যাওয়ার স্বপ্ন দেখা - যাতে ছোটলোকেরা ব্যবসার দখল করে আগের মত বাংলাকে উদ্বৃত্ত অর্থনীতি বানাতে পারে - কারন কর্পোরেট আর জাতিরাষ্ট্রের নেতাদের একমাত্র উদ্দেশ্য দেশের সম্পদ বিদেশে পাঠানো আর দেশের জ্ঞান নষ্ট করা
৫) ছোটলোকেদের জ্ঞানচর্চাকে নতুন করে আলোচনার পরিসরে আনা।
৬) নষ্ট হয়ে যাওয়া আন্তর্জাতিক ব্যবসার যোগাযোগগুলো বাড়িয়ে তোলা।
৭) কর্পোরেট-জাতিরাষ্ট্র আঁতাত ধ্বংস করে সামাজিক উদ্যমকে জোর দেওয়া।
8) নিজের বিদ্যুৎ নিরপেক্ষ প্রযুক্তি, পুঁজি নিরপেক্ষ হাজার হাজার উৎপাদক হাজার বিক্রেতা সমন্বিত জ্ঞানচর্চা, দক্ষতা, নিজের হাট-বাজার ও গ্রাম-সমাজের নিরাপত্তা ভিত্তিক ব্যবস্থাকে রক্ষা এবং জোরদার করা।
এ ছাড়াও হাজারো কিছু...

No comments: