Friday, December 6, 2019

মুঘলদের তাঁবুতে আম দরবার

রাজধানীর বাইরের জাহাঙ্গিরের আম-দরবারের(আকবরের তাঁবুর মতই) তাঁবুগুলির মধ্যে মূল পাদশাহের তাঁবুতে থাকত তালা-চাবি দেওয়া দরজাওয়ালা ১০০০টা কার্পেট পাতা ৭২টা ঘর। এটা খাঁটাতে ৩৫০ গজ ছড়ানো কাছি লাগত, প্রতি ৩ গজ অন্তর কাছি মাটিতে বাঁধা হত।
সম্রাটের সঙ্গে যে বাহিনী বা লস্করের ছাউনি পড়ত তার দৈর্ঘ ছিল তিন মাইল।
Jahangir’s traveling Hall of Private Audience was similar to that of his father, described in the Akbarnama, which contained 72 rooms decorated with 1,000 carpets, and had proper doors with locks. The structure was held up by ropes that stretched 350 yards and were fastened to poles set 3 yards apart.
রুবি লালের এম্প্রেস - দ্য এসটনিশিং রেইন অব নুরজাহান থেকে

No comments: