Wednesday, December 17, 2014

লোকফোকের ১ লাখ দর্শনার্থীর মসেই ডোভার লেন-এ নতুন আপণের উদ্বোধন, Param Store Inaugaration


কাল বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ কলাবতী মুদ্রা এবং ভ্রমণ পত্রিকা রংরুটের যৌথ উদ্যোগে পরম আপণের উদ্বোধন হল ১৮/৭, ডোভার লেন-এ। এই মাসেই লোকফোকের ১ লাখ ভ্রমণার্থীও হল। এই আপণের উদ্বোধন করলেন দিনাজপুরের সাঁওতাল পতুল নাচের শিল্পী ডমন মুর্মু। ছিলেন নন্দিতা পালচৌধুরী, রত্নাবলী বসু, সঙ্ঘের সম্পাদক মধুমঙ্গল মালাকার, গ্রামস্বাস্থ্যনিধি নারায়ণ মাহাত, রাজ্য আকাদেমির সচিব ড হৈমন্তী চট্টোপাধ্যায়, চলচ্চিত্রকার সুশান্ত মুখোপাধ্যায়, গবেষক সোমা মুখোপাধ্যায়, কলাবতী মুদ্রার ড ললিতা ঘোষ, ভ্রমণবিদ স্বপন মিত্র, কৃষি বিশেষজ্ঞ সুকুমার সরকার, অরূপ রক্ষিত, ভুগোলবিদ ড সুজীব কর প্রমুখ।
নিচে উদ্বোধনের কিছু ছবি।


সন্তোষ নিমাইদা দরজায় ধানের ছড়া লাগাচ্ছেন

ডমন মুর্মু আর নন্দিতা পালচৌধুরী






No comments: