Wednesday, December 11, 2013

কলাবতী মুদ্রার উত্তরবঙ্গ ভ্রমন১৩-১৪, North Bengal Tour13 of Kalaboti Mudra-14

সোনা দীঘির পর ছ ঘটি দীঘির পানে যাচ্ছিলাম। রাস্তায় অনেক কিছু দেখলাম।


রঙিন বাড়ি 

পাট কাঠিতে গোবর মোটা করে লেপে শুকোতে দেওয়া হয়ছে। জ্বালানি হিসেবে ব্যবহার হবে।

পথে আরও একটি বিল

তার অংশ

সেটি চলছে
বোঝা যাচ্ছে না, কিন্তু জমিটা পেছনের দিকে ধাপে ধাপে উঁচু হয়ে উঠে গিয়েছে। যেন জুম চাষ।
এবং আমরা আরও একটি দীঘির দিকে যাচ্ছি যার নাম ছঘটি দীঘি। পথে প্রচুর বিশাল বিশাল পুকুর দেখলাম। এবং কোনোটাই ৫০/৬০ বিঘার নিচে নয়।  এই অঞ্চল একদা প্রাচীন বাংলার অংশ। আমার দৃঢ় বিশ্বাস, যে অঞ্চল এধরনের  বিশাল বিশাল পুকুর ধারণ করতে পারে, সে অঞ্চল আজকের তুলনায় কয়েক শ বছর আগে, অন্ততঃ কোম্পানি শাসনের আগে যে খুবই সমৃদ্ধশালী ছিল তা নিয়ে সন্দেহ নেই। কলকাতা তখন কোথায় যখন ব্যবসা বাণিজ্য উতপাদনে প্রায়ই দিনাজপুরের নাম শোনা যেত। চন্ডীচরণ সেনের নন্দকুমার... উপন্যাসে আরাটুন সাহেবের ১ লক্ষ মণের লবণ কুঠি বলপ্রয়োগে দখল নিয়েছিল সদ্য বাংলাকে চুষতে শুরু করা কোম্পানি। এই মাটির নিচে কত কি যে লুকিয়ে রয়েছে কে জানে।

সেই মাঠে ধান কাটা সেশ, ঝাড়ার কাজ চলছে। যাওয়ার সময় দেখে গেলাম হারভেস্টার মেশিন কাজ শুরু করছে। ফেরার সময় সব শেষ করে তার ছুটি। 
সেই মাঠ

Post a Comment